আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন

Jan 4, 2025 - 21:57
 0  7
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এমোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফুটবল রেফারী প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ফিফা রেফারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত রেফারী তৈয়ব হাসান বাবু, জাতীয় রেফারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম খান, রেফারী আনিছুর রহমান, রেফারী ইয়ামিন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আশাশুনি উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়।তৈয়ব হাসান বাবু ও রফিকুল ইসলাম খান নির্বাচন পরিচালনা করেন। গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী মোঃ আনিছুর রহমান ১৯ ভোট পেয়ে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হন। এনিয়ে একাধিকবার তিনি প্রতিনিধি নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাহুল সরকার ৫ ও মো: ইয়ামিন হোসেন ৩ ভোট পান। তিন বছরের জন্য আনিছুর রহমান পুনরায় প্রতিনিধি নির্বাচিত হলেন।#

আশাশুনি সদরে জামায়াতের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন আশাশুনি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে (দুর্গাপুর) জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দুর্গাপুর গ্রামে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। মোঃ নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে সভায় উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সহকারী সেক্রেটারী এস এম শহিদুজ্জামান বাবলু, টিম সদস্য আবুল কাশেম সানা, আবদুল আজিজ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন মোঃ নুরুজ্জামান সরদার, সেক্রেটারী এম এম রুহুল আমিন, বাইতুলমাল সম্পাদক আবু তালেব,সহকারী বাইতুলমাল সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ওলামা বিভাগ হাফেজ মারুফ বিল্লাহ এবং মোশারফ হোসেন, জুলফিকার হোসেন, মিজানুর রহমান মোড়ল, মইনুল ইসলাম মন্টুকে সদস্য করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।#

আশাশুনির প্রাক্তন চেয়ারম্যান শামসুল আলমের স্ত্রীর ইন্তেকাল

আশাশুনি সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ শামসুল আলম ওরফে আলম চেয়ারম্যানের স্ত্রী ফজিলা খাতুন (৮০) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০:৫০ টার দিকে তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। এদিন বাদ মাগরিব আশাশুনি মাদার দিঘী চত্বরে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আফসার মুর্তাজ। এ সময় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম গনি দুদু, রফিকুজ্জামান ছোট্টু, কৃষক লীগ নেতা এসএম রাশেদ সরোয়ার শেলী, প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ, আবুল কালাম আজাদ বুলবুল, মাস্টার আব্দুর রহিম, হাফেজ আবুজার গিফারী, মেম্বার তারিকুল আওয়াল সেজে, প্রাক্তন শিক্ষক আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিল্লাল হোসেন, সাংবাদিক এসএম মুস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, এম রুহুল আমীন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।#

 আশাশুনিতে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত আশাশুনিতে জুলাই বিপ্লব চেতনাকে অক্ষুন্ন রাখতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম রাউন্ডে বড়দল ইউনিয়ন বুধহাটা ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে তারা প্রতাপনগর ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বড়দল ২-১ গেমের ব্যবধানে দরগাহপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বড়দল ইউনিয়ন দলে অংশ গ্রহণ করেন উদীয়মান খেলোয়াড় দেবা ও সুমন। চ্যাম্পিয়ান দলকে ৫হাজার টাকা ও রানার আপ দলকে ৩হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল। অন্যদের মধ্যে আবুল কালাম ইউসুফ তাহিদ হাসান, মেম্বার ফারুক হোসেন আঙ্গুর, হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার আশফাকুর রহমান ফাহিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow