কালিগঞ্জে সেনা অভিযানে ৬কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে মনির (৪৬) ও তার স্ত্রী জহুর বেগম (৩৫)।
শনিবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঝটিকা অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা।
এ সময় মাদক ব্যবসায়ী দম্পতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন একটি মোটর সাইকেল, নগদ টাকা, তিনটি মোবাইল ফোন।
কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাসদস্যরা শনিবার সকালে গোবিন্দপুর গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল, দু’টি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন, নগদ ৬৯ হাজার টাকা, বাড়ির খড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী জহুরা বেগমকে আটক করা হয়।
পরে গাঁজা ও অন্যান্য মালামালসহ আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে গাঁজা মনির ও তার স্ত্রী জহুরা বেগমকে কালিগঞ্জ থানায় সোপর্দ করেন সেনা সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
What's Your Reaction?






