কালিগঞ্জে অসুস্থ তৃতীয় লিঙ্গের পিংকির মানবেতর জীবন

Sep 5, 2025 - 21:41
 0  5
কালিগঞ্জে অসুস্থ তৃতীয় লিঙ্গের পিংকির মানবেতর জীবন
অসুস্থ পিংকি

শিমুল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের তৃতীয় লিঙ্গের সদস্য পিংকি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। জীবনের কঠিন সময়ে এলাকাবাসীর সামান্য সহযোগিতা ও আত্মীয়-স্বজনের সহায়তা ছাড়া অন্য কোনো ভরসা নেই তার। দুঃখজনক হলেও সত্য—এতোদিনেও কোনো সাতক্ষীরা জেলা ও উপজেলার তৃতীয় লিঙ্গের সংগঠন কিংবা সমাজসেবী প্রতিষ্ঠান তার খোঁজখবর রাখেনি।স্থানীয় সূত্রে জানা যায়,নানা শারীরিক সমস্যায় ভুগছেন পিংকি। অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় তিনি বাড়িতেই অসুস্থ অবস্থায় কষ্টের দিন কাটাচ্ছেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সংগঠন ও দায়িত্বশীলদের উদাসীনতা তার জীবনকে আরও অসহনীয় করে তুলেছে। 

এলাকাবাসীর দাবি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজ যদি তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়ায়, তবে তারা অবহেলিত নয়—সহমর্মিতার ছায়ায় বাঁচতে পারবে।” মানবিক সহযোগিতার জন্য সচেতন মহল সকলের প্রতি আহ্বান জানিয়েছে। 

যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন পরিবারের সাথে: ফোন ০১৯৩৫ ৭৭৯৩৯০। পিংকির এই পরিস্থিতি সমাজের সকলকে আবারও মনে করিয়ে দেয়—মানবিকতাই মানুষের বড় পরিচয়। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও আত্মিক সহযোগিতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow