কালিগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত সর্দার বাবু’র ভয়ঙ্কর থাবায় নিঃস্ব বৃদ্ধ দম্পতি

বিশেষ প্রতিনিধি: চেতনানাশক স্প্রে করে চুরি, ডাকাতি, লুটপাটসহ নানা অপরাধের কারিগর সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের জবেদ আলী মিস্ত্রীর ছেলে আবুল খায়ের মিস্ত্রী ওরফে স্প্রে বাবু (৩৩)। তার নামে সাতক্ষীরা সদর, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও আশাশুনি থানা, মাগুরার শ্রীপুর ও শালিখা থানা, খুলনার বটিয়াঘাটা এবং বাগেরহাট থানায় রয়েছে অন্তত: ১৯ মামলা। এ সব মামলার মধ্যে ৬ মামলায় পুলিশ আবুল খায়ের বাব’ুর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছেন, রয়েছে গ্রেফতারী পরোয়ানা। বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করতে করতে বাবু এলাকায় এখন এক মুর্তিমান আতংক। সম্প্রতি বহুলালোচিত আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবু অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও লুটপাটের পাশাপাশি হত্যার হুমকি দিয়ে লিখে নিয়েছেন এক হিন্দু বৃদ্ধ দম্পতির প্রায় সাড়ে ৯ বিঘা জমি। এরপরও থেমে নেই সে, দখলে নেয়ার চেষ্টা করছে ওই নিরীহ পরিবারের শেষ সম্বল ২৬ শতক জমিসহ দ্বিতল বাসভবন। ডাকাত বাহিনীর সর্দার দুর্ধর্ষ আবুল খায়ের বাবুর বিরুদ্ধে বসতবাড়ি ও জমি দখলের প্রতিকার এবং তার কবল থেকে পরিত্রাণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামের মৃত রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৫৫)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বৃদ্ধ কাকা অহেন্দ্র বিশ্বাস (৬৫) ও কালউ মেনুকা রানী বিশ্বাস (৫৮) এর বাড়িতে প্রায় তিনবছর পূর্বে গভীর রাতে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকা লুট করে নেয় দুর্ধর্ষ ডাকাত সর্দার আবুল খায়ের বাবু ও তার বাহিনী। এ সময় হত্যার হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং অব্যাহত হুমকির মুখে কৌশলে অহেন্দ্র বিশ্বাস, তার স্ত্রী মেনুকা রানী বিশ্বাস ও রনজিৎবিশ্বাসের নামে থাকা ৩ একর ১৬শতক জমি লিখে নেয়। তিনি আরও বলেন, সব জমি লিখে নেয়ার পরও থেকে থাকেনি ডাকাত সর্দার বাবু। এরপর তার নজর পড়ে কাকী মেনুকা রানী বিশ্বাসের নামে থাকা ২৬শতক জমিসহ দুইতলা বাড়ির দিকে। একপর্যায়ে সে ডাকাত বাহিনী নিয়ে বসতভিটা ও বাড়ি দখলে নেয়ার জন্য গত ২৮-০৭-২০২৫ তারিখ দুপুর ২ টার দিকে জোরপূর্বক বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়। বেশ কিছুদিন বাইরে মানবেতর জীবনযাপন করার পর ১৯ মামলার আসামি ডাকাত সর্দার আবুল খায়ের বাবুকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠালে কাকা ও কাকী বর্তমানে বাড়িতে বসবাস করতে পারছেন। তবে আবুল খায়ের বাবু জামিন পেয়ে বাইরে এসে অহেন্দ্র বিশ্বাসের পরিবারকে হত্যা করবে বলে বাহিনীর সদস্যদের দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নিতাই বিশ্বাস। এমতাবস্থায় বৃদ্ধ কাকা, কাকী ও ভাতিজার জমি জোরপূর্বক লিখে নেয়ার প্রতিকার, শেষ সম্বল বাসস্থান রক্ষা এবং দুর্ধর্ষ ডাকাত ও ভূমিদস্যু আবুল খায়ের মিস্ত্রী ওরফে বাবুর হাত থেকে পরিবারের সদস্যরা যাতে পরিত্রাণ পায় সেব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
এ সময় মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মনসুর হালদারের ছেলে নজরুল হালদার, মরহুম কুরবান আলী কারিকরের ছেলে জাহাঙ্গীর কারিকর ও মরহুম আব্দুর রহিম মোড়লের ছেলে আজিজুল হক উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






