অখন্ড কালিগঞ্জ উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ আসন হওয়ায় বিএনপি’র আনন্দমিছিল

মো. জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে আশাশুনি উপজেলার সাথে একীভূত করে সাতক্ষীরা-৩ আসন ঘোষণা করায় কালিগঞ্জে আনন্দমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপি’র কার্যালয়ের বিশাল আনন্দমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দমিছিল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম এর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
আনন্দমিছিলের পূর্বে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আসাদুজ্জামান খোকা, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা বিএনপি এবং ১২ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দমিছিলে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






