যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’

Dec 31, 2024 - 20:52
 0  2
যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’
‘বিটিভি নিউজ

ন্যাশনাল ডেস্ক: নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এ চ্যানেলটির সম্প্রচার শুরু হবে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

বিটিভি নিউজের লোগোসহ প্রকাশিত ওই পোস্টে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করবে ‘বিটিভি নিউজ’।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। পরে ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন করপোরেশনের অধীনে আসে এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে বিটিভি সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে। তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow