কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মামলাল লুট

Aug 22, 2025 - 23:00
 0  196
কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মামলাল লুট
জিনিসপত্র তছনছ করেছে ডাকাতদল

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, জমির দলিলসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি গ্রামের সারদা মন্ডলের ছেলে জুয়েলারী ব্যবসায়ী নিত্যানন্দ মন্ডলের বাড়িতে।

উপজেলার রতনপুর বাজারে অবস্থিত ‘অনিমা জুয়েলার্স’ এর মালিক ভুক্তভোগী নিত্যানন্দ মন্ডল (৪২) জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৮ থেকে ৯জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রীল ভেঙে বারান্দায় প্রবেশ করে। ডাকাত দল বারান্দায় খাটে ঘুমিয়ে থাকা ছেলে নয়ন রাজা (২০) এর মাথায় অস্ত্র ঠেকিয়ে আমকে ঘরের দরজা খুলতে বাধ্য করে। এ সময় ডাকাতরা ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও পরিবারের সদস্যদের বেধে ফেলে। ডাকাত দল প্রায় দেড় ঘণ্টা যাবত বাড়িতে অবস্থান করে আলমারি, শোকেজ, বাক্স, ট্রাংক ও ওয়ারড্রবের যাবতীয় মালামাল তছনছ করে তারা আলমারি, শোকেজ ও বাক্সে থাকা নগদ ৪ লাখ টাকা, স্ত্রী ও মেয়ের শরীর থেকে নেকলেস, ঝুমকো দুল, আংটি, চেইনসহ প্রায় সাড়ে ৪ ভরি স্বণালংকার, দু’টি মূল্যবান অ্যান্ড্রয়েড ফোন ও দু’টি সাধারণ মোবাইল ফোন, যৌথ পরিবারের জমির কয়েকটি মূল দলিলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আনুমানিক ৩ টার দিকে লুটপাট শেষে চলে যাওয়ার সময় তারা চিৎকার করলে খুন জখম করা হবে বলে হুমকি দিয়ে ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে অবরুদ্ধ করে রেখে যায়। ডাকাতদল চলে যাওয়ার পরপরই ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের মাধ্যমে কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধার নেতৃত্বে পুলিশ সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ভুক্তভোগী নিত্যানন্দ মন্ডলসহ পরিবারের সদস্যরা। 

তারা আরও জানান, পার্শ্ববর্তী আব্দুলখালী গ্রামের মুনছুর আলীর ছেলে জামাল হোসেনের (৪৫) রাইস মিলের সিসি ক্যামেরা ফুঁটেজে লুটকৃত মালামালসহ ডাকাতদলের সদস্যদের যাওয়ার দৃশ্যটি রেকর্ড রয়েছে। থানার পুলিশ বিষয়টি জানার পর ওই ভিডিও ফুঁটেজ দেখেছে ও সংগ্রহ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, খবর পাওয়ার পর থানার কয়েকজন অফিসারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow