কালিগঞ্জে জাপা নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার মোড়ল আর নেই

Jan 29, 2025 - 00:19
 0  7
কালিগঞ্জে জাপা নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার মোড়ল আর নেই
আব্দুস সাত্তার মোড়ল (৭৪)

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মোড়ল (৭৪) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

 মরহুম আব্দুস সাত্তার মোড়ল এর জানাজা নামাজ বুধবার (২৯ জানুয়ারী) জোহরের নামাজের পর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে অনুষ্ঠিত হবে।

বন্দকাটি গ্রামের মরহুম কোরবান আলীর ছেলে আব্দুস সাত্তার মোড়ল ছিলেন একজন মৎস্য ঘের ব্যবসায়ী। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ ছাড়াও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

সমাজসেবামূলক কর্মকান্ডের কারণে এলাকায় তিনি মোড়ল সাহেব হিসেবে পরিচিত ছিলেন। আব্দুস সাত্তার মোড়লের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow