সৈয়দপুরে আগুনে ১১ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই

Jan 29, 2025 - 00:13
Feb 3, 2025 - 06:27
 0  5
সৈয়দপুরে আগুনে ১১ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই
আগুনে পুড়েছে ঘরসহ সর্বস্ব

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯ টি পরিবারের ১১ টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়ায় এ ঘটনা ঘটে। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত না হলেও রান্নাঘর অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা অনেকের। তবে এলাকার এছামুদ্দীর ছেলে বাচ্চু মামুদের রান্না ঘরেই প্রথম আগুন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাচ্চু মামুদের ৬ টি ঘর,, প্রতিবেশী আছদ্দী মামুদের ছেলে হাফিজুলের ২ টি ও শরিফুলের ১ টি, তছদ্দী মামুদের ছেলে মন্টুর ১ টি ঘর এবং আমদ্দী মামুদের ছেলে ছোবেদ আলীর ১ টি ঘরসহ সকল মালামাল পুড়ে যায়।

আগুনের ঘটনায় পরনের কাপড় ছাড়া ক্ষতিগ্রস্থরা কিছুই বাঁচাতে পারেনি। খবর পেয়ে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯ টি পরিবারের ১১ টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি।

 এদিকে শীতের প্রকোপের মাঝে এমন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নীচে অবস্থান করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow