নাটোরে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি

Jan 27, 2025 - 23:50
Feb 3, 2025 - 06:28
 0  4
নাটোরে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গৌরিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে লব আলী (৫৫) নামের এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সকলকে বেঁধে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

কৃষক লব আলী জানান, রাত দুইটার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার চোখ ও হাত বেঁধে ফেলে। পরে ঘরে ঢুকে একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে তাদের দুই জনের হাতে, গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে নেয় এবং আলমারী খুলে আরও স্বর্ণালংকার সহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে নেয়। 

তিনি আরও বলেন, বাইরে দিয়ে মই বেয়ে টয়লেটের ছাদের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ডাকাতি শেষে পরে একই ভাবে তারা চলে যায়।

কৃষকের স্ত্রী শাহানারা বেগম জানান, আলমারীর চাবি কোথায় আছে জানতে চাইলে ‘আমি জানি না, মনে নাই’ বললে ডাকাতদলের লোকজন আমাকে মারধর করে। তারা পরিবারের সকলকে বেঁধে রেখে চলে গেলে আমাদের মেয়ে কৌশলে নিজের বাঁধন খুলে অতঃপর আমাদের বাঁধন খুলে দেয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত চলমান রয়েছে। দোষীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow