কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফ্রেশ পানি, খাওয়ার স্যালাইন ও কলম বিতরণ

শিমুল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৮ শতাধিক এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের মাঝে ফ্রেশ পানি ও খাওয়ার স্যালাইন, কলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় পরীক্ষা শেষে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম এর নেতৃত্বে এসব বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি'র অন্যতম সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ মোজাফফর হোসেন, উপজেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, শাকিল হোসেন পলাশ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ শিরুজ্জামান, রোকেয়া মনসুর মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী মোছাঃ বৈশাখী খাতুন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শাফায়েল মোড়ল, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ হোসেন, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
What's Your Reaction?






