বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Jan 10, 2025 - 19:20
 0  7
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কেক কেটে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যাশনাল ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল ঢোলবাদন, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভা। শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোঃ এসকান্দর এর সঞ্চালনায় ও সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও দৈনিক একাত্তর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক সুমন সেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন - বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস। শুরুতে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর ঢোলবাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সংগীত পরিবেশন করেন- বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের সংগীতশিল্পী বিধান দাস- সঙ্গীতশিল্পী কালিপদ দাস, তবলায় সহযোগিতা করেন দোলন জলদাস, মন্দিরায় অনিক দাস। এতে উপস্থিত ছিলেন- ফটো সাংবাদিক রাজিব ধর, প্রীতি দাস, পুনম দাস, ঋত্বিকা দাস, বর্ষা দাস, রিপা দাস প্রমুখ। এ সময় বক্তারা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow