কালিগঞ্জের তারালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

Mar 28, 2025 - 21:25
 0  9
কালিগঞ্জের তারালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
তারালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শুক্রবার (২৮মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এ কারণেই পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। যাকাত না দিলে কিয়ামতের দিন বিষধর সাপ তার গলায় ও মাথায় দংশন করতে থাকবে।

তারালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ দুই হাজারের অধিক রোজাদার অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow