ভূরুঙ্গামারীতে জমির বিরোধে সুপারি গাছ ও কলাগাছ কাটার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি এলাকায় ভাই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সুত্রে যানা যায় অত্র একাকার মরহুম বেলায়েত হোসেনের পুত্র আব্দুল মোতালেব পৌত্রিক সুত্রে পাওয়া জমিতে পুকুর ও পুকুরের ধারে সুপারি,কলাগাছ ও বিভিন্ন ধরনের গাছ রোপন করেছেন। উক্ত জমি তার ভাই মফিজুর ও আব্দুল মান্নান দির্ঘদিন থেকে দখল করার পায়তারা করিতেছেন। গত ২৬জানুয়ারি আনুমানিক দুপুর ১২টার দিকে তারা দলবল নিয়ে পুকুরের পাড়ে থাকা ৮৫ টি সুপারি গাছ ও ৮৫ টি কলাগাছ কেটে নষ্ট করেছে এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরোও বলেন তার ভাইগন তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটা অভিযোগ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






