আশাশুনির বুধহাটা বাজারে দিনে দুপুরে চুরি
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনির বুধহাটা বাজারে দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বাজারের মাহাবুবুর রহমান রিপনের ভাই ভাই অ্যালুমিনিয়াম দোকানে এ চুরির ঘটনা ঘটে।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় দোকান পরিচালক বুধহাটা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান রিপন যোহরের নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী টিউবওয়েলে অজু করতে যান। অজু করে নামাজ আদায় শেষে তিনি দেখতে পান তার দোকানের ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা। ড্রয়ারে রক্ষিত সাত হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। ইতিপূর্বে বাজারের নিত্য ঘোষের টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলেও চোর চক্রকে শনাক্ত করাতে না পারায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে চোরেরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল।
What's Your Reaction?