ভারতীয় রুপির আরও দরপতন

Jan 11, 2025 - 17:23
Jan 20, 2025 - 18:46
 0  7
ভারতীয় রুপির আরও দরপতন
ভারতীয় রুপি। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতীয় মুদ্রা রুপির আরও দরপতন হয়েছে। এবার আগের রেকর্ড ভেঙে রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপির দর ৮৫ দশমিক ৯৭। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের। শুক্রবার (১০ জানুয়ারি) মার্কিন মুদ্রা শক্তিশালী হওয়াসহ বিভিন্ন কারণে ডলারের বিপরীতে রুপির দাম কমে যায়। এ ছাড়া বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় ইকুইটি বাজারে নেতিবাচক মনোভাবও ভারতীয় মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে। গত বছরের শেষ দিক থেকে ভারতীয় রুপির দরপতন শুরু হয়। কয়েক দফায় দরপতন হয়ে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এরপরও বারবার রুপি দরপতনের রেকর্ড ভাঙতে থাকে। এদিকে মাত্র এক দিন আগে সংবাদ সংস্থা রয়টার্স এক সমীক্ষা প্রকাশ করে। তাতে রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হয়। ওই প্রতিবেদনের ২৪ ঘণ্টা না পেরোতে রুপির দরপতন হলো। এ পর্যায়ে ৮৬ না ছুঁলেও প্রায় কাছাকাছি চলে আসে রুপির দাম। এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে। রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow