কালিগঞ্জের নলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ নলতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২এপ্রিল) বিকেল ৪টায় নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজের হলরুমে নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক ওমর ফারুক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা শাখার সেক্রেটারী কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাতক্ষীরা জেলার সূরা ও কর্ম পরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারী প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন রাহেল, সাবেক শিবির নেতা আব্দুল গফুর, মোতাসিম বিল্লাহ তাসুম, হারুনার রশিদ, আশিকুর রহমান, প্রভাষক মামুনবিল্লাহসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






