কালিগঞ্জে প্রমিজ সুইটস ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

শিমুল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড়ে অবস্থিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও প্রমিজ সুইটসকে ৩৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রি, উপযুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকা, ওজনে কম দেয়া, পুরাতন তেল ব্যবহারসহ বিভিন্ন অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ২৫হাজার টাকা এবং প্রমিজ সুইটস এর বিষ্ণুপুরের কারখানার প্রধান গেইট বন্ধ রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরীর অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, দুটি মিষ্টির দোকানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






