ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় সহ-সম্পাদক মনোনীত হলেন কালিগঞ্জের সাংবাদিক জিএম মামুন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (ডাবিøউ.এইচ.আর.ও) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জিএম মামুন।
মানবাধিকার সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সহ-সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়।
জিএম মামুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের জি,এম সাকির আহমেদ বাবুলের ছেলে। তিনি জাতীয় দৈনিক আমাদের দেশ ও গণ টিভি’র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক জিএম মামুন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন’ এ আমি সংযুক্ত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনা করছে। সংস্থাটি সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকারের সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়া সরকার কৃর্তক দেওয়া নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তা দান ও সংরক্ষণের কাজে নিয়োজিত রয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। জিএম মামুন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
What's Your Reaction?






