কালিগঞ্জের বিশিষ্টজনদের সাথে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীরের মতবিনিময়

Apr 30, 2025 - 22:13
 0  21
কালিগঞ্জের বিশিষ্টজনদের সাথে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীরের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল কালিগঞ্জের বিভিন্ন স্থানে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা হতে তিনি উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে জামায়াত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

 এ সময় তিনি বলেন, 'মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। যিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁর বিধান মাফিক এ জগত পরিচালনা করলে শান্তি ও মুক্তি মিলবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। ইতিমধ্যে আপনারা সকল দলের শাসন দেখেছেন কিন্তু প্রকৃত অর্থে মানবতার মুক্তি মেলেনি। আমরা এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সকল শ্রেণির মানুষ তাদের সব অধিকার বুঝে পাবেন। এজন্য জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ চায়। আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোন দূর্নীতির আশ্রয় নেননি যা দেশী বিদেশি গোয়েন্দা সংস্থার তদন্তে প্রমাণিত হয়েছে।'

জেলা আমীরের সাথে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow