কালিগঞ্জে গ্রামীণ সড়কে বালু ব্যবসায়ীদের অবৈধ পরিবহনের অবাধ বিচরণ, জনদুর্ভোগ চরমে

শিমুল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জে বালু ব্যবসায়ীদের বালু বহনের কাজে ব্যবহৃত ডাম্পারসহ অবৈধ বিভিন্ন পরিবহনের অবাধ বিচরণে অসুস্থ সড়কগুলো দিনে দিনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে অবৈধ যানবাহনের দাপটে ছিন্নভিন্ন এসব সড়কে জনসাধারণের চলাচলে সৃষ্টি করছে অবর্ণনীয় দুর্ভোগ।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের চোখের সামনে এসব অবৈধ যানবাহন দাপিয়ে বেড়ালেও নেয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
সরেজমিন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় যেয়ে দেখা যায়, দীর্ঘদিন যাবত পাশর্^বর্তী এলাকার নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে সেগুলো কালিকাপুর এলাকায় নিয়ে গোয়ালঘেঁশিয়া নদীর ভিতরের চর দখলে নিয়ে সেখানে স্তুপের পর বিক্রি করছে একটি চক্র। আর এসব বালু পরিবহনের জন্য ওই চক্রটি ব্যবহার করছে ডাম্পার, ট্রলি ও স্থানীয়ভাবে তৈরী বাংলা ট্রাক। এমনিতেই বর্ষা মৌসুমে ইটসোলিং রাস্তাসহ গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থা, তার উপর বালুবহনকারী অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এলাকাবাসী ও আশপাশের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শত শত পথচারী ক্ষোভে ফেটে পড়লেও কার কাছে গেলে এই দুরবস্থা থেকে পরিত্রান পাওয়া যাবে তারা সেটা নিয়ে পড়েছেন দ্বিধায়।
স্থানীয়রা জানান, কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাত্তার গাজীর ছেলে ইয়াছিন আলী গাজী, মরহুম মোজাম ঢালীর ছেলে হাবিবুর রহমান, আব্দুল মালেক ঢালীর ছেলে আব্দুল মান্নান ঢালী, মরহুম ফজলে গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী ও তাদের সহযোগীরা অবৈধ বালু ব্যবসার নামে দীর্ঘদিন প্রকাশ্যে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তারা আরও জানান, কিছুদিন পূর্বে বালুবাহী ডাম্পারে পিষ্ট হয়ে মারা যান কালিকাপুর এলাকার এক পথচারী। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে এখনও কোনো বিচার বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্তু অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললেই বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হয়।
তবে বালু ব্যবসায়ীদের দাবি, তারা নাকি প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতাদের ম্যানেজ করেই এ ব্যবসা চালাচ্ছেন। কারও কাছে নালিশ দিয়ে কিংবা পত্রিকায় লিখেও লাভ হবে না।
বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসকে জানালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ‘‘বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই, কেউ এ ব্যাপারে অভিযোগও করেনি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’
গ্রামীণ সড়কগুলো রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও অসাধু চক্রের অপতৎপরতা রুখতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
What's Your Reaction?






