কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

শিমুল হোসেন: কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা 'রূপান্তর' এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তর এর জেলা সমন্বযকারী গোলাম কিবরিয়া। তিনি বলেন, বাংলাদেশের সুন্দরবন রক্ষার্থে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমাতে হবে বিশ্বজুড়ে বর্তমানে প্রতি মিনিটে ১০ লাখ পলিথিনের ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। অপচনশীল প্লাস্টিক পরিবেশে ৪০০ বছর থেকে প্রায় ১০০০ হাজার বছর পর্যন্ত টিকতে পারে। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্রের নীরব ঘাতক। কর্মশালায় ক্ষতিকর দিকগুলো বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার এস আই প্রদীপ রায়, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনতে হবে। সচেতনতা সৃষ্টির ব্যাপারে প্রচার প্রচারণা ঘটাতে হবে, এর বিকল্প ব্যাগ-বস্তা তৈরি এবং বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীদের বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে। প্লাস্টিক, পলিথিন একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও সকলের অভিমত ব্যক্ত করে সবাইকে যার যার অবস্থান থেকে পলিথিন বর্জনের অঙ্গীকার করার জন্য বক্তারা আহবান জানান।
What's Your Reaction?






