তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

Jan 25, 2025 - 13:31
 0  6
তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ

সাতক্ষীরা প্রতিনিধি: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা সড়কের ৬ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতা জেলা বিভিন্ন এলাকা থেকে ৫'শ শতাধিক ১২ থেকে ৪০ বছর বয়সী ৫৮ জন প্রতিযোগি অংশ নেন।

 এসময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িঘর থেকে স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং জনসাধারণ দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ব্যাপক মানুষের ঢল নামলে শৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি'র শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস) আমিনুর রহমান,সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আবুল হাশেম,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সদস্যরাসহ আরো অনেকে।

 ৬কিলোমিটারের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরা পৌরসভার সুলতান পুর এলাকার যুবক নাহিদ হাসান প্রথম স্থান অর্জন করেন৷ কামানগর এলাকার যুবক মিলন ঢালী দ্বিতীয় এবং আমতলা এলাকার যুবক ইসান তৃতীয় স্থান অর্জন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow