শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ আটক-১

Jan 25, 2025 - 19:01
 0  5
শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ আটক-১

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় ঔষধ, স্মার্টফোন ডিসপ্লে ও ডিসপ্লেসহ ফ্রন্ট বডিসহ অনুমান ২ লক্ষ ৬০হাজার টাকার মালামালসহ ১জন আটক হয়েছেন।

২৫ জানুয়ারী (শনিবার) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে এসআই এম সজীব আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলপুর গ্রামের মুন্না মার্কেটের সামনে রাস্তায় থেকে পুরাতন সাতক্ষীরার নাথপাড়ার হারান দেবনাথের পুত্র জয়দেব নাথ (৩৯) কে আটক করেন। শ্যামনগর থানার এসআই এম সজীব আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলা নং ২০। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি)ধারায় মামলা করা হয়।

ভারতীয় ঔষধ অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনায়ন ও হেফাজতে রাখার অপরাধে তাকে আইনী আওতায় আনা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা জানান, শ্যামনগরে অবৈধভাবে ভারতীয় মালামাল রোধ, মাদক ও জুয়া নির্মুল করতে তিনি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান কে শ্যামনগরবাসী আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow