কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিএনপির মহিলা কর্মী সমাবেশ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শুক্রবার (২৭ জুন) বিকেল ৪ টায় নলতা অডিটোরিয়ামে এ কর্মী সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালিগঞ্জ উপজেলা শাখার সভানেত্রী ডলি ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ শহিদুল আলম।
তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হলে শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে। সেই দেশ হবে বৈষম্যহীন, সেই দেশ হবে সাম্যের। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন ও রাষ্ট্র সংস্কার করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচারের আওতায় আনা হবে। আপনারা বহু বছর ধরে অনেক কষ্ট করেছেন। দেশে প্রকৃত গণতন্ত্র ফিরলে আর কাউকে কষ্ট পেতে হবে না। ১৮ কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানান।
মহিলা কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া প্রমুখ।
আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিলন কুমার, উপজেলা তাঁতী দলের সভাপতি ফারুক হোসেন, জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, উপজেলা মহিলা দলের সদস্য সচিব শামিমা নাসরীন রতœা, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সফির উদ্দীন সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামসহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






