কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, রাম দা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ২

Mar 23, 2025 - 20:03
Mar 24, 2025 - 02:35
 0  314
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, রাম দা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ২
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক কাজী রাইসুল ইসলাম ও মহাদেব সরকার
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, রাম দা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ২

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, মাদক গ্রহণের সরঞ্জাম, রাম দা, মোবাইল ফোন, নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে।

রোববার (২৩ মার্চ) ভোরে কালিগঞ্জ সেনা ক্যাম্পেরএকটি আভিযানিক দল উপজেলার মৌতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আটকরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত কাজী জাফর উদ্দীনের ছেলে কাজী রাইসুল ইসলাম (৬৫) ও মৃত সোমনাথ সরকারের ছেলে মহাদেব সরকার (৩৪)।

কালিগঞ্জের পাউখালী সেনাক্যাম্প সূত্র জানান, উপজেলার মৌতলা এলাকার কাজী রাব্বী একজন কুখ্যাত সন্ত্রাসী ও চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত খুলনা এলাকা থেকে ইয়াবা নিয়ে স্থানীয়ভাবে খুচরা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার ভোরে মৌতলায় মাদক ব্যবসায়ী কাজী রাব্বীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাজী রাব্বী পালিয়ে যায়। কাজী রাব্বীর পিতা কাজী রাইসুল ইসলাম ও সহযোগী মাদক বিক্রেতা মহাদেব সরকারকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী বাড়ি তল্লাশী করে ৫০ পিস ইয়াবা, একটি রাম দা, একটি ২৪ ইঞ্চি স্টীলের পাইপ, ৫টি গ্যাস লাইটার, ৪টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন, ২টি সিরিঞ্জ, ১৫টি ইয়াাবা সেবনের পাইপ ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের ইয়াবা ও অন্যান্য জব্দকৃত আলামতসহ রোববার বিকেল ৪টায় কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদকের ডিলার কাজী রাব্বীর বিরুদ্ধে মামলা দায়ের করার  পাশাপাশি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow