কালিগঞ্জ সাংবাদিক ফোরামের কমিটি গঠন; ড. মিজান সভাপতি, আফজাল সেক্রেটারী

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলীর সভাপতিত্বে সকল সদস্যের সম্মতিতে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানকে সভাপতি এবং ‘দৈনিক জবাবদিহি’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এন টিভির অনলাইন সংবাদদাতা মো: আফজাল হোসেনকে সেক্রেটারী করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ সময় সাংবাদিক ফোরাম এর সদস্যদের দক্ষতা উন্নয়নে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি ‘দৈনিক মুক্ত খবর’ এর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। এছাড়া সদস্যদের মুক্ত আলোচনার মধ্য দিয়ে বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
What's Your Reaction?






