মহামান্য হাইকোর্টে নির্দেশ বাস্তবায়নে ডুমুরিয়ার আঠারমাইলে উচ্ছেদ অভিযান
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে ডুমুরিয়ার আঠারমাইল বাজারে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে কাঁচামালের আড়তসহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আসাদুর রহমান। এসময় খুলনা-সাতক্ষীরা মহসড়কের আঠারমাইলে বাজার এলাকায় রাস্তার পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় গড়ে ওঠা অর্ধশত কাঁচামাল আড়তের ঘরসহ যাবতীয় সরঞ্জাম ও মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ রাস্তার উপর গড়ে ওঠা কাঁচামালের আড়ত পরিচালনা করে আসছিলেন একটি স্বার্থান্বেষী মহল। ফলে ব্যস্থতম ও জনগুরুত্বপূর্ণ সড়কের উপর থেকে আড়তটি সরিয়ে দিতে এবং সরকারি জায়গা উন্মুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ি কোহিনূর শেখ বাদী হয়ে মহামান্য হাইকোর্টে ১৩১৩২/২০২৪ নম্বর একটি রিট পিটিশন দায়ের করেন। মহামান্য আদালত জনস্বার্থে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা উচ্ছেদ পূর্বক উন্মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যাবস্থা নিতে আদেশ দেন। তার প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে সংশ্লিষ্ট ভুমি অফিসের সার্ভেয়ার দ্বারা সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। অভিযান কালে আদালতকে সহযোগিতা করেন, সড়কও জনপথ বিভাগের কর্মকর্তা,নাজির কিরণ বালা,সার্ভেয়ার মো:মিজানুর রহমান, তহসিলদার জাহাঙ্গীর আলম,থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
What's Your Reaction?