মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আখতারুজ্জামান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা

শিমুল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেনের বড় ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ে এর অফিসকক্ষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি সভা থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
এডহক কমিটির সভাপতি আখতারুজ্জামান বাপ্পী বলেন, পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান ভালো করা যায়। তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য সুন্দরভাবে পরিচালনার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালনা করব ইনশাআল্লাহ।
এ সময় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক খান জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হারাণ চন্দ্র ঘোষ, আনন্দ কুমার গাইন, মোঃ সাইফুল ইসলাম, পলাশ কুমার সেন, মোঃ মিজানুর রহমান, গীতা রানী ঘোষ, কার্তিক চন্দ্র ঘোষ, মোঃ আজবাহার আলী, বীথিকা রানী ঘোষ, মোঃ আসলাম হোসাইন, সঞ্জয় কুমার ঘোষ, দীপিকা ঘোষ, রেজাউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






