লালপুরে সিনেমা স্টাইলে প্রেমিককে মেরে হাসপাতালে, মোটরসাইকেলে আগুন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সিনেমার মতো বাস্তব দৃশ্য দেখেছেন স্থানীয়রা। হাবিব উল্লাহ (২১) নামে এক যুবক তার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে এসে মারধরের শিকার হয়েছেন। একই সাথে ওই যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে প্রেমিকার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার হাবিব উল্লাহ পাশ্ববর্তী গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিব উল্লাহ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক বছর আগে রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা গোপনে বিয়ে করেছে বলেও জানায়। প্রিয়তমার সাথে দেখা করতে মঙ্গলবার রাতে উপজেলার অমরপুরে মোটরসাইকেল নিয়ে আসে হাবিব উল্লাহ। বিষয়টি প্রিয়তমার বাবা শিহাব উদ্দিন জানতে পেরে তার লোকজন নিয়ে হাবিব উল্লাহকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে মেয়ের বাবার লোকজন হাবিব উল্লাহ'র মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ভুক্তভোগী হাবিব উল্লাহ জানান, দেড় বছর আগে আমরা বিয়ে করেছি। মেয়ের বাবা প্রভাবশালী হওয়ায় আমাদের বিয়ে মেনে নেয়নি। তারা জোরপূর্বক আমার স্ত্রীকে নিয়ে গেছে। আমাকে মারধর করে আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ের বাবা শিহাব উদ্দিন কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজু জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






