শ্যামনগরের সাংবাদিক কামরুজ্জামানের সুস্থ্যতা কামনা
এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ, প্রতিদিনের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান ওরফে কামরুল স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সুস্থ্যতা কামনা করা হয়েছে। ১০ জানুয়ারি (শূক্রবার) শ্যামনগরের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সে সাতক্ষীরায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সাতক্ষীরা এস.ডি. ডিজিটাল প্রিন্সের কোট সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল সহ কর্তব্যরত সকল সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?