শ্যামনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত

Feb 23, 2025 - 17:43
 0  10
শ্যামনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত

এস,এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী (রবিবার) সকালের মহিলা ও বিকালে সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ দীর্ঘদিন ধরে হাজার হাজার জামায়াত শিবিরের নেতা কর্মীদের নির্যাতন, জুলুম, বিচারের নামে নাটক মঞ্চস্থ করে নীরিহ জামায়াতের নেতাদের কে ফাঁসী, হাজার হাজার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, গুলি করে মানুষ হত্যা করেছে।তাদের কে বিচারের আওতায় এনে সুষ্ঠ বিচার করতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতা এ, টি,এম আজহারুল ইসলাম কে দ্রুত মুক্তির দাবী করা হয়। ফ্যাসিষ্ট হাসিনাসহ তার দোসদের ও ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে।গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে। বাংলার জনগণ আর কোনো নব্য ফ্যাসিবাদ মেনে নেবে না। সরকারের উচিত শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা।”

উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শ্যামনগরের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, মাওঃ আজিজুর রহমান, শেখ নুরুল হুদা, মাহবুবুল হক, প্রভাষক ওমর ফারুক সহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই জামায়াতের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপন্থা তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। 

বক্তারা শ্যামনগর উপজেলার উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং সরকারের কাছে তা বাংলার শ্রেষ্ঠ দাবি জানান। তারা বলেন, “শ্যামনগর উপজেলার অবহেলিত মানুষদের উন্নয়নে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই অঞ্চলকে মডেল উপজেলায় রূপান্তর করার জন্য জামায়াত নিরলসভাবে কাজ করে যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow