সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি: 'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮মার্চ) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, নারী উদ্যোক্তা শিউলি ভঞ্জ চৌধুরী প্রমুখ।
সভায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






