সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির সংগঠনিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: আগামী ২৫ ফেব্রুয়ারী সাতক্ষীরায় বিএনপির সমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক টিম এর প্রধান সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।
সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাসকিন আহমেদ চিশতি বলেন, 'সকল ভেদাভেদ ভুলে তৃণমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতে হবে। এখন থেকে একটি স্লোগান হবে, আর সেটি হবে জননেতা তারেক রহমানের স্লোগান। এখন নেতা নির্ধারণ হবে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মাধ্যমে। সুতরাং আমি অমুক নেতার, সে তমুক নেতার স্লোগান শুনতে চাই না। আজ যেমন কালিগঞ্জের সকলে একটি টেবিলে বসেছি, তেমনি আগামী দিনেও এক টেবিলে বসে সম্পুর্ণ গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করতে হবে। জননেতা তারেক রহমান আমাদের সেই বার্তা দিয়েছেন এবং দলকে আপন মনে সাজাচ্ছেন।'
এ সময় তিনি আগামী ২৫ ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন।
সাংগঠনিক সভায় শেখ এবাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শেখ নুরুজ্জামানসহ বিএনপি ও সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






