সাতক্ষীরায় পণ্যবাহী ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত

Apr 28, 2025 - 14:05
 0  29
সাতক্ষীরায় পণ্যবাহী ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
ট্রাকচাপায় নিহত কলেজছাত্র নাঈম হোসেন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় পণ্যভর্তি ট্রাকের চাপায় নাঈম হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাঁকডাঙা গ্রামের মোঃ শহীদুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

কেড়াগাছি গ্রামের শহীদুল ইসলাম জানান, তার ছেলে নাঈম ২০২০ সালে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পর রাজশাহীতে চার মাস প্রশিক্ষণ দিয়ে বাড়ি চলে আসে। বর্তমানে সে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করার পাশপাশি সদর সাবরেজিষ্ট্রি অফিসের মোহরার হিসেবে কাজ করতো। 

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সে কর্মস্থলে আসার উদ্দেশ্যে মটর সাইকেলে বাড়ি থেকে বের হয়। ৮টার দিকে আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে বাঁশদহাগামি একটি পণ্যভর্তি ট্রাক-যশোর-ট-১১-১৬৫৬ তার মটর সাইকেলটি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় নাঈম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষেণা করেন। জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাশেদুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নাঈমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ শামিনুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow