সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তৈজসপপত্র দিলো কৃষক দল

Jan 31, 2025 - 14:36
 0  3
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে তৈজসপপত্র দিলো কৃষক দল

নীলফামার জেলা প্রতিনিধি: নীলফাামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বিভিন্ন তৈজসপত্র সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে গৃহস্থালির বিভিন্ন তৈজসপত্র তুলে দেন।

এ সবের মধ্যে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই, প্লেট, চামচ, প্লাষ্টিকের জগ ইত্যাদি। এ সময় কৃষক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অমিত কুমার আগরওয়ালা ও ফিরোজ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সরকার রাজিব আহমেদ, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার, সিনিয়র সহ- সভাপতি বরাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শাহ, উপজেলা কৃষক দলের অন্যতম নেতা সাকিব ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি খালেদ মনজুর পাপ্পু, পৌর কৃষক দলের অন্যতম নেতা শরিফুল ইসলাম, কামারপুকুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, বোতলাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুজন ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর সরকার, কাশিরাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সরকারসহ কৃষক দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়ায় ১৪ টি পরিবারের বাড়ির সর্বস্ব পুড়ে ছাঁই গেছে। আগুনে পরিবারগুলোর ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড়- চোপড়, ধান-চাল, গরু-ছাগল, নগদ অর্থসহ প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow