নাটোরে কৃষকলীগ নেতাকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

Feb 1, 2025 - 18:52
 0  3
নাটোরে কৃষকলীগ নেতাকে বেঁধে রেখে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষকলীগের নেতা রবিউল করিম পিন্টু (৩২) কে চাঁদাবাজীর অভিযোগ তুলে বেঁধে রাখে স্থানীয়রা। পরে একটি হাসুয়া ও পেট্রোল ভর্তি সেভেনআপের তিনটি কাঁচের বোতল সহ পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

শনিবার দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে তাকে বাজার সেডের পিলারের সাথে বেঁধে রাখা হয় এবং এ সময় তার হাতে লম্বা হাসুয়া ও সামনে পেট্রোল ভর্তি তিনটি বোতল দৃশ্যমান ছিলো। জানা যায়, মৌখাড়ার পাশে একটি নির্মাণাধীন ব্রিজে গিয়ে চাঁদা দাবি করে রবিউল করিম পিন্টু। পরে স্থানীয়রা ধরে এনে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী জানান, রবিউল করিম পিন্টু উপজেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তার বাড়ি উপজেলার মাঝগাঁও আগ্রান এলাকায়। তাকে অবৈধভাবে হেনস্তা করা হয়েছে। 

বড়াইগ্রাম পৌর ছাত্রদল নেতা আজাদুল ইসলাম জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণাধীন ব্রিজে কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবি করায় এবং পাশে একটি ভেকু পুড়িয়ে দেওয়ার মতো নাশকতা চালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা রবিউল করিম পিন্টুকে আটক করে। তার সাথে আরও যারা ছিলো তারা পালিয়ে গেছে। পরে তার কাছ থেকে পাওয়া ৪৫ ইঞ্চি লম্বা হাসুয়া ও পেট্রোল ভর্তি তিনটি কাঁচের বোতল সহ তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, আমি বাইরে আছি। তবে রবিউল করিম পিন্টুকে আটক করা হয়েছে তা আমি জানি। তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow