কালিগঞ্জে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, নির্দ্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার বাজারগ্রাম এলাকার নুরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ও অপরিপক্ক আম জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






