স্কুলে গিয়ে বমি করে মারা গেল শিশু রাফি!

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লো শিশু রাফি (৮)। সে উপজেলার জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির ছাত্র। তার পিতার নাম আনিসুর রহমান রিপন গাজী। তার মা ব্র্যাকে চাকরি করেন। তাদের বাড়ি খুলনার কয়রা উপজেলার ফুলতলা গ্রামে। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সাথে শ্যামনগরে থাকতো।
জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বলেন, প্রথম শ্রেণির শিক্ষার্থী রাফি স্কুলে আসার পর মাথা ব্যথা অনুভব করে। এরপর দুই-তিনবার বমি করে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামনগর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন। শিশুর চাচী শ্যামনগর থানায় কর্তব্যরত নারী পুলিশ সদস্য অরাজিতা জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অন্যদিনের মতো রাফি স্কুলে যায়। এরপর সে মাথা যন্ত্রণা অনুভব করে। এরপর বমি করতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






