কালিগঞ্জের নলতায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ওরছ শরীফ

আহাদুজ্জামান আহাদ: মঙ্গলবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১তম বার্ষিক ওরছ শরীফ। আখেরি মোনাজাতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
ওরছ শরীফের শেষ দিনে বাদ ফজর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন খান বাহাদুর আহাছানউল্লা (র.) এর ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা চোখের জলে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন।
ওরছ শরীফে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদভারে মুখরিত ছিল গোটা এলাকা। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তিনি ১৮৭৩ সালে খুলনা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) মানুষের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে কাজ করেছেন। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, যেগুলোতে মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৯৩৭ সালের ৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। নলতা শরীফে তাঁর মাজার শরীফ অবস্থিত। প্রতি বছর এখানে তাঁর ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






