কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান

Aug 5, 2025 - 16:38
 0  9
কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল

মো. জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কুমার দে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, মারুফ হাসান প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নিরাবতা পালন ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকরাম হোসাইন।

জুলাই গণঅভ্যুত্থান এর উপর মুক্ত আলোচনায় বক্তারা কালিগঞ্জ থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা জুলাই চেতনাকে বুকে ধারণ করে এই অনিয়মের প্রতিকারের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহŸান জানান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মরিয়ম পারভীন, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হুমায়রা বিনতে ছাকী ও সপ্তম শ্রেণির ছাত্রী আনিকা তাসনিম রুথী, দাবা প্রতিযোগিতায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আতিকুর রহমান এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতায় বিজয়ী সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান নুহা ও দশম শ্রেণির ছাত্র ইয়াছির আরাফাতকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও গ্রাফিতি অংকনে বিজয়ী হয়েছে যথাক্রমে ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow