ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে কালিগঞ্জে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ

মো. জাহাঙ্গীর আলম: ২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতনের বর্ষপূর্তিতে দেশব্যাপী মুক্তিদিবস হিসেবে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল দলটির উপজেলা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার ও উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার ফুলতলা মোড় গোলচত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
২০২৪ এর গণঅভ্যুত্থানে সকল শহীদের মাগফিরাত করে প্রধান অতিথি বলেন, একবছর গত হয়ে গেল অথচ ফ্যাসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয়নি। কালিগঞ্জে ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানান। চাঁদাবাজদের হুশিয়ারী করে তিনি বলেন, কালিগঞ্জবাসী কাউকে চাঁদা দিবেন না। কেউ চাঁদা দাবি করলে তাদের বেঁধে পুলিশকে খবর দিবেন। হাজার হাজার শহীদের রক্ত বৃথা যাবে না। একটি সুখী কল্যাণময় রাষ্ট্রের জন্য আগামী নির্বাচনে জামায়াতকে সমর্থন করার জন্য তিনি দেশের সর্বস্তরের সমর্থন কামনা করেন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবির নেতা আজহারুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আমীর হামজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
এছাড়াও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। দলীয় কার্যালয় থেকে বিকেল ৬ টার দিকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ফুলতলা মোড়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






