৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল

Jan 27, 2025 - 17:09
 0  2
৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক: মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত সোমবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লি., বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

সাত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানগুলো কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় ওই লাইসেন্সগুলো মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো।’ সুতরাং বাতিল হওয়া লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া বাতিল করা লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’ সূত্র: কালবেলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow