ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি

Jan 5, 2025 - 15:41
Jan 20, 2025 - 18:45
 0  9
ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি
টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সফলতার কারণে আপাতত হাত বাঁধা পড়েছে ইরানের। কিন্তু মধ্যপ্রাচ্যের রুগ্‌ণ অর্থনীতির দেশ ইয়েমেনকে চোখ রাঙাতে পারছে না ইসরায়েল। আসলে ইসরায়েলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। সেই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের বি টিম হয়ে উঠেছে ইয়েমেন। শত শত কিলোমিটার দূর থেকেও ইসরায়েলে চালাচ্ছে হামলা। আবার সাগরপথেও ইসরায়েলের জন্য ত্রাস হয়ে উঠেছে ইয়েমেন। ইসরায়েল ও ইয়েমেনের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌদি আরব। ইয়েমেনে হামলা চালাতে গেলে সৌদির আকাশপথ ব্যবহার করতে হবে। আর সেই সুযোগটাকেই লুফে নিয়েছে ইয়েমেন। ভৌগোলিক দূরত্বের এই প্রাচীর দেশটিকে দিচ্ছে বাড়তি সুবিধা। ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও প্রায়ই ইয়েমেনে হামলা চালাচ্ছে কিন্তু তাতেও বৈচিত্র্যপূর্ণ ভূগঠনের দেশ ইয়েমেনকে দমানো যাচ্ছে না। তাই শেষমেশ ইসরায়েলকে বাঁচাতে দেশটিতে অত্যাধুনিক থাড প্রযুক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। আয়রন ডোম আগেই ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রযুক্তি আরও ২ হাসপাতালে হামলার হুমকি ইসরায়েলের ইসরায়েল যখন ভেবেছে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বিজয় হয়েছে, তখন একের পর এক মিসাইল ছুড়ছে ইয়েমেন। সেসব মিসাইল ঠেকাতে গিয়ে যেন কাজই করছে না ‘ক্লান্ত’ আয়রন ডোম। বন্ধুর বিপদ দেখে ইসরায়েলে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে কাজ হচ্ছে এই টোটকাও। গত বছরের অক্টোবরেই ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড। কিন্তু গত সপ্তাহে প্রথমবার এর ব্যবহার করা হয়। তবে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ছোড়া মিসাইলের কাছে ব্যর্থ হয়েছে। ঠেকাতে পারেনি কয়েকশ’ কিলোমিটার থেকে ছুটে আসা মিসাইল। ইরানভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস ইয়েমেনের বিদ্রোহীদের বরাতে এ খবর জানিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, তাদের ছোড়া মিসাইল রুখতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের থাড প্রযুক্তি। এমন দাবি সত্য হলে, দুঃসময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow