ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

Jul 13, 2025 - 17:44
 0  3
ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোচালক ও একই পরিবারের এক শিশুকন্যা নিহত হয়েছে।

এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকারছড়া ইউনিয়নের অটোরিকশাচালক বানু মিয়া (৩০) এবং ১২ বছর বয়সী আনিকা, যিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের মাওলানা আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ে।

 স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সোনাহাট স্থলবন্দর ভ্রমণে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে তারা একটি ভাড়াকৃত অটোরিকশাযোগে ভূরুঙ্গামারী শহরের দিকে রওনা হন। পথে ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশু আনিকা। গুরুতর আহত চালক বানু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 আহত তিনজন হলেন, আবু বক্কর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ছোট মেয়ে ফাতেমা (৯)। তাদের প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান এবং চালক হাসপাতালে মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow