কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার ধ্বংস

Feb 13, 2025 - 22:11
 0  31
কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার ধ্বংস
অবৈধভাবে বালু উত্তোলন করায় জব্দ করা হয়েছে ড্রেজার
কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার ধ্বংস

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার জব্দের পর বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

 বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে মাছের ঘের থেকে বালু উত্তোলন করা হচ্ছে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর ও নলতা ইউনিয়নের বিলকাজলা এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদী জব্দ করেন। তবে এ সময় বালু উত্তোলনে জড়িতদের আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত দুইটি ড্রেজার ও সরঞ্জাম জনসম্মুখে বিনষ্ট করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow