কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভূক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি

Aug 13, 2025 - 19:32
Aug 23, 2025 - 02:12
 0  24
কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভূক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন

মো. জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভূক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বিন্দু নারী উন্নয়ন সংগঠন, আভাস, কোস্ট ফাউন্ডেশন ও স্ট্রীট চাইল্ড’র বাস্তবায়নে কেয়ার ফর উইমেন প্রকল্পটি সুশীলন হলরুমে অনুষ্ঠিত হয়। 

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন।

তিনি বলেন, বাংলাদেশে কৃষি কার্ড পাবে ২ কোটি ২৭ লাখ কৃষক। তাই কার্ড পেতে প্রতিযোগিতা থাকবে। কৃষিতে দক্ষতা দেখাতে পারলে আপনারা আগে পাবেন। বিশেষ করে নারী কৃষকদের অগ্রাধিকার বেশি থাকবে বলে জানান তিনি। স্ট্রীট চাইল্ড এর জেন্ডার ও সেইফগ্রাডিং অফিসার ক্রিষ্টিনা হিয়া বাড়ৈ এর সঞ্চালনায় কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অডিনেটর মোহাম্মদ ইউনুছ এডভোকেসির লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আকরাম হোসেন, বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শারফ হোসেন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম, গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শের আলী প্রমুখ।

এ সময় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সেইফগ্রাডিং ও মনিটরিং অফিসার কানিজ শাইমা আখি, কেয়ার ফর উইমেন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম, মোবিলাইজার জাকিয়া রাজিয়া ও আল-আমিন সহ উপজেলার তারালী, চাম্পাফুল, কুশুলিয়া ও ভাড়াশিমলা ইউনিয়নের নারীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow