কালিগঞ্জের নলতায় টি-২০ ক্রিকেটে ঘুশুড়ী ক্রিকেট একাডেমির জয়

Jan 24, 2025 - 20:33
 0  4
কালিগঞ্জের নলতায় টি-২০ ক্রিকেটে ঘুশুড়ী ক্রিকেট একাডেমির জয়

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার (২৪ জানুয়ারী) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়।

আরাফ ক্রিকেট একাডেমি নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে।

 খেলায় টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ওভারে ৮৯ রান করে আরাফ ক্রিকেট একাডেমি। জবাবে ঘুশুড়ী ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯০ রান সংগ্রহ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্সআপ দলের খেলোয়াড় আমিন হাসনাত নাফিস।

আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন জিকু আহছান ও ওজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আরাফ ক্রিকেট একাডেমির পরিচালক মাহমুদুল হাসান দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম, কোচ রবিউল ইসলাম, কোচ ভবেন দাস প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow