মুক্তির অপেক্ষায় বাঁধনের দুই সিনেমা
অনলাইন ডেস্ক: গেল বছর নাটক বা সিনেমা-কোথাও দেখা যায়নি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। তবে বছরের শেষে এসে বেশ আলোচনায় ছিলেন তিনি ছাত্র আন্দোলনে অংশ নিয়ে। জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনে রাজপথে থেকে ছাত্রদের সাহস জুগিয়েছেন এ অভিনেত্রী। আন্দোলনপরবর্তী অভিনয়শিল্পী সংঘের সংস্কারের জন্য লড়াই করেছেন তিনি। সব মিলিয়ে রাজপথেই কেটেছে ২০২৪-এর শেষ কয়েক মাস। জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন কোনো কাজে যুক্ত হতে পারেননি এ অভিনেত্রী। এছাড়া বেশকিছু কাজ রয়েছে অসমাপ্ত, যা এ বছর শেষ করবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। এদিকে তার অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানান বাঁধন। তিনি বলেন, “আমার অভিনীত বেশ কিছু কাজ শেষ করে রেখেছি। এগুলো এ বছর রিলিজ হবে। তার মধ্যে দুটি সিনেমা রয়েছে। একটি হলো রেজওয়ান রহমান সুমিতের ‘মাস্টার’। অন্যটি সানি সানোয়ারের ‘এশা মার্ডার’। এ সিনেমায় আমি প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এতে কেন্দ্রীয় চরিত্রে একজন নারী অভিনয় করেছে। যা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আশা করছি দুটি সিনেমাই দর্শকরা পছন্দ করবেন। বর্তমান রাজনীতি ও দেশ সংস্কারের প্রসঙ্গ টেনে এ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা আন্দোলনপরবর্তী যে সংস্কারের পথে হাঁটছি তা যেন সঠিকভাবে হয়। এটাই নতুন বছরে প্রত্যাশা। একটি সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন যেন হয়। যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে তারা যেন নিজেদের পছন্দের সরকার নির্বাচন করতে পারে। যে সরকার আমাদের এ দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করবে। সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাবে।
What's Your Reaction?