সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

Feb 22, 2025 - 15:14
 0  2
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ায় সাংবাদিক আবুল কাসেমের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

সংঘবদ্ধ চোরেরা বাড়ির প্রধান গেট ভেঙে সাংবাদিকের ব্যবহৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

শনিবার দিনপূর্ব রাত ২টা থেকে ৪ টার মধ্যে এ চুরি সংগঠিত হয়। ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা রিপোর্টার সাংবাদিক আবুল কাসেম জানান,প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি সিড়ি ঘরে রেখে দরজা দিয়ে ঘুমাতে যান। ভোররাতে তিনি দরজা খুলতে গেলে বাইরে থেকে ছিটকানি দেওয়া হয়েছে বলে বুঝতে পারেন। পরে প্রতিবেশিরা এসে ছিটকানি খুলে দিলে সিড়ি ঘরে যেয়ে তিনি দেখেন, তার মোটরসাইকেলটি চুরি হয়ে গিয়েছে ।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow